আজ ১লা জুন, বিশ্ব পিতামাতা দিবস

আজ ১লা জুন, বিশ্ব পিতামাতা দিবস। পিতামাতাদের স্মরণে এই দিবসটি পালন করা হয়ে থাকে। আমরা দেখি যে, ১৯৮০ সাল থেকে পরবিাররে গুরুত্বর্পূণ ভূমকিা ক্রমর্বধমান আন্তর্জাতিক সম্প্রদায়রে মনোযোগে আসে । আর এই সময়ে সাধারণ পরিষদে বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয় এবং গৃহীত প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক পরিবার দিবসের  ঘোষণা করা হয়।

পরবর্তীতে ১৭ সপ্টেম্বের, ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরষিদ প্রথমবাররে মতো বিশ্ব পিতামাতা দিবস বা গ্লোবাল পেরেন্টস ডে হিসেবে ঘোষণা করে । তারপর থেকে এটি বিশ্বব্যাপী পিতামাতাকে সর্বোত্তম সম্মান করার জন্য ১লা জুন প্রতি বছর বিশ্ব পিতামাতা দিবস অনুষ্ঠতি হয়।

এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পিতামাতাদের সন্মান করা এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা । অন্যদিকে, এই দিবস পালনের মধ্যদিয়ে সন্তানরে সাথে পিতামাতার সর্ম্পককে প্রতিপালন করার জন্য শিশু ও তাদরে জীবনকালরে আত্মত্যাগরে জন্য তাদরে নিঃস্বার্থ অঙ্গীকাররে জন্য বিশ্বের সকল অংশরে সমস্ত পিতামাতাকে উপলব্ধি করার একটি সুযোগ প্রদান করে থাকে।

তাই আজ এই বিশ্ব পিতামাতা দিবসে পৃথিবীর সকল পিতামাতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।-ফাদার নিখিল গমেজ।

Add new comment

7 + 8 =