Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
আজ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা
আজ অনুষ্ঠিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা আত্মত্যাগ ও আত্মদানের মহিমায় উদ্ভাসিত। নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের কল্যাণ সাধনের শিক্ষা দেয় এই পবিত্র ঈদুল আজহা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আস্সালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বার্তাটির শেষে, তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভাল থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!’
তবে এবার করোনা পরিস্থিতির মধ্যে ভিন্ন আবহে ঈদ উদযাপন হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদগাহ বা খোলা ময়দানের পরিবর্তে কাছের মসজিদেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিকবার জামাত হবে।
ঈদুল আজহা’র চেতনা বিশ্বব্যাপী চলমান অস্থিরতা, অশান্তি ও সংঘাত পরিহারে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করবে ।
ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদ সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সেই প্রত্যাশা করি। ঈদ মোবারক।
Add new comment