আজ থেকে শুরু হলো ইসলাম র্ধমাবলম্বীদরে অন্যতম র্ধমীয় ইবাদত রোজা

Photo Credit to Owner

র্ধম মন্ত্রণালয়রে সচবি মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখার কমটিরি বঠৈক শেষে বলেন, শনিবার থেকে দেশে প্রথম রোজা শুরু হবে।

দেশের আকাশে পবিএ রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে শুরু হলো ইসলাম র্ধমাবলম্বীদরে অন্যতম র্ধমীয় ইবাদত রোজা ।

তিনি বলেন, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিএ লাইলাতুল কদর পালিত হবে। ইসলাম ধর্মের বিধিান মতে, রমজান মাসের  চাঁদ দেখা যাওয়ায় শুμবার রাতে সেহরি খেয়ে শনিবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনেরা।

Add new comment

1 + 0 =