আজ খ্রিস্টমন্ডলী পালন করছে পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস

আজ ২রা নভেম্বর খ্রিস্টমন্ডলী পালন করছে পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস । মৃত্যু জীবনকে মহিমান্বিত করেছে। যীশু খ্রীষ্টের মৃত্যু আমাদের জীবনে পরিত্রান নিয়ে এসেছে।

আমাদের মৃত্যু ঈশ্বরের গৌরব প্রত্যক্ষ করার সুযোগ দান করেছে। মানুষের জীবনের সুখ-দুঃখের নিশ্চয়তা না থাকলেও মৃত্যুর নিশ্চয়তা কিন্তু আছে। মৃত্যুহীন অনন্ত অসীম জীবন আমাদের কারোরই কাম্য নয় কারণ সে জীবনে কোন পূর্ণতা নেই, শুধু লক্ষ্যহীন, গন্তব্যহীন  পথ চলা।

মৃত্যুতেই জীবনের পূর্ণতা। মৃত্যু হল জীবন থেকে জীবনে উত্তীর্ণ হওয়ার একমাত্র প্রক্রিয়া, স্রষ্টার সাথে সৃষ্টির মেলবন্ধন।  মৃত্যু আছে বলেই আমরা জীবনকে উপভোগ করি।

অন্যদিকে মৃত্যু পৃথিবীটাকে স্বর্গে রূপান্তরিত করে মানুষের সাথে মানুষের ভালোবাসার বন্ধন সুদৃঢ় করে। মৃত্যু আমাদের নশ্বর থেকে অবিনশ্বর করে তোলে, ক্ষয় শীল দেহ থেকে আত্মাকে মুক্তি দেয়, পূর্ণতার পথে চালিত করে। 

আমরা প্রত্যেকদিন যদি একবার ভাবতাম একটা সময় আমাদের মরতে হবে তবে আমরা অনাগত তথাপি ভবিষ্যতের কথা ভেবে সম্পদের পাহাড় গড়ে নিঃস্ব অনাহারী মানুষের মুখের খাবার কেড়ে নিতাম না; সহযোগিতা ও সহযোগিতার জীবন চর্চা না করে লোভী আর কামাতুর হয়ে ধরিত্রী মাতা আর ভালোবাসার সম্পর্ক গুলোকে ধর্ষণ করতাম না ; ভালোবাসার সেতুবন্ধন তৈরি না করে বিভেদের দেয়াল রচনা করতাম না। 

সুষ্ঠু মৃত্যুচিন্তা আমাদের সুন্দর স্বাভাবিক প্রাণবন্ত সর্বোপরি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষে রূপান্তরিত করতে পারে। 

আজ এই পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবসে পরলোকগত সকল ভক্তবৃন্দকে তাদের সকল শুভ কৃতকর্মের জন্য, সুন্দর আদর্শ রেখে যাওয়ার জন্য  শ্রদ্ধা নিবেদন করি। প্রার্থনা করি তারা যেন তাদের কৃতকর্মের ফল, সাধু শিরোভূষণ লাভ করে আমাদের মঙ্গল প্রার্থনা করতে পারেন।

সূচগ্নিস্থানের আত্মারাও যেন সিদ্ধগণের পুন্য গুনে পরম পিতার দয়া লাভ করতে পারেন। আমরা যেন প্রস্তুতি নিয়ে সুন্দর মৃত্যু লাভ করতে পারি এবং ঈশ্বরের শ্রীমুখ দর্শন করতে পারি।

 

Add new comment

1 + 4 =