আজ খ্রিস্টধর্মালম্বীরা পালন করছে শুভ বড়দিন

যিশুখ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন

আজ ২৫ ডিসেম্বর, খ্রিস্টধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এইদিনে বেথলেহেমের এক জীর্ণ গোশালায় জন্ম গ্রহণ করেন যিশুখ্রিস্ট। তখন থেকেই এই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন শুরু করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ।

প্রতিটি মানুষের মনকে ভালোবাসা ও ত্যাগের মহিমায় সমুজ্জ্বল করে তোলাই এর লক্ষ্য। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্বজুড়েই সব মানুষের হৃদয়ে সঞ্চার করে উৎসব।

বড়দিনের উৎসব ঘিরে আনন্দে উদ্বেলিত হয় খ্রিস্টান সম্প্রদায়। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে উৎসব। এই দিনটিতে নানা ধর্মীয় আচার পালিত হয়। বর্ণিল আলোতে সাজানো হয় গির্জা ঘর। যিশু গোয়াল ঘরে জন্মেছিলেন বলেই খ্রিস্টান ধর্মালম্বীরা ঘরে ঘরে প্রতীকী হিসেবে গোশালা বানায়। আরও সাজায় ক্রিসমাস ট্রি।  

এই দিনে সকালে গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্টানের মধ্যদিয়ে শুরু হয় বড়দিন উৎসব উদযাপন। প্রায় সব পরিবারেই থাকে পিঠা, কেক  এবং বিভিন্ন ধরনের খাবারের আয়োজন।

বড়দিন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হওয়ায় পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনও ঘটে। গির্জায় ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন করা হয়। শিশুদের জন্য সান্তাক্লজ, ক্রিসমাস পার্টিসহ নানা ধরনের আয়োজন থাকে।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশুখ্রিস্টের জন্ম হয়। খ্রিস্টধর্মালম্বীরা  বিশ্বাস করে মানবজাতির মুক্তির জন্যই যিশুখ্রিস্টের এই পৃথিবীতে আগমন ঘটেছিল ।

যিশুখ্রিস্টের  জন্মদিন  ‘বড়দিন’ সকলের জীবনে বয়ে   আনুক  অনাবিল সুখ-আনন্দ ও শান্তি।  জ্যোর্তিময়ের আগমনে  দূরীভূত হোক সকল তমসা। বড়দিনের আলো নিয়ে পথ চলি নববর্ষে এই প্রত্যাশা করি। সবাইকে জানাই শুভ বড়দিন।

 

Add new comment

2 + 8 =