আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। আজ ১৪ই মে মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ শুক্রবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান  জানান, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। তবে তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন।

সকলকে জানাই পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক।

Add new comment

1 + 1 =