আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুর আন্তর্জাতিক দিবস

ছবি : সংগৃহীত

আজ ৪ জুন, আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের আন্তর্জাতিক দিবস। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তাই তাদের অধিকার আদায়ে সচেতন হতে, বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুদের জন্য জাতিসংঘ এই দিবস পালন করার উদ্যোগ গ্রহণ করেন।

ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, এই দিনটি ১৯ আগস্ট ১৯৮২ সালে প্রতিষ্ঠা পায়। এই দিবসটি মূলত লেবাননের যুদ্ধের শিশুদের ভয়াবহ অবস্থাকে কেন্দ্র করে প্রতিষ্ঠত হয়।

১৯৮৩ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এই বছরও বিশ্বব্যাপি ৪ জুন আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে ।

সারা বিশ্বে প্রায় ৫ কোটি শিশু যুদ্ধ ও সন্ত্রাসবাদীদের আগ্রাসনের শিকার হয়ে চলছে। ধর্ষণ থেকে শুরু করে শিশু শ্রম, গৃহ কর্মী হিসাবে নির্যাতন, খুন, অপহরণ, পাচার ইত্যাদি চলছেই আমাদের দেশে। সব প্রতিকূল অবস্থা থেকে শিশুদের মুক্ত করাই এই দিবসটির অন্যতম প্রতিপাদ্য বিষয়।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের প্রতি আমাদের সকলের যত্নশীল হতে হবে। আগ্রাসনের শিকার নিরীহ শিশু বিষয়ক আন্তর্জাতিক দিবসে আশা করি, শিশুদের সকল অধিকার বাস্তবায়নের জন্য বিশ্বের সকল দেশের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এগিয়ে আসবে। সেই সাথে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে চেষ্টা করি।

Add new comment

1 + 5 =