Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রকমারি অনুষ্ঠান
Thursday, August 12, 2021
বিশ্ব আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples) ১৯৯৪ সালে ৯ই আগষ্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ (United Nations)। আদিবাসীদের অধিকার রক্ষা, তাঁদের ঐতিহ্যের সংরক্ষণকে সুনিশ্চিত করাই এই দিনের উদ্দেশ্য। তবু তিমির কাটেনি। আলো আঁধারি জীবনের ঘেরাটোপে আজও উন্নয়নের আলো থেকে বঞ্চিত দেশের আদিবাসীরা। আসুন আজকের রকমারির আসরে আমাদের দেশের তথা বিশ্বের সেই সমস্ত পিছিয়ে পড়া আদি অধিবাসীদের নিয়েই কিছু কথা শুনবো। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিবেশনা এবং প্রযোজনায় আপনাদের সাথে রয়েছে আমি তেরেজা রোজারিও। ভিডিওটি ধারণ করা হয়েছে পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে।
Add new comment