যুব তরঙ্গ অনুষ্ঠান

দুর্ঘটনায় হারিয়েছেন দুই হাত। পা হয়েছে অবশ। হুইল চেয়ারেই কাটে এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবন। তারপরও তিনি অন্যদের থেকে ব্যতিক্রম। ইব্রাহিম রং তুলিতে ফুটিয়ে তুলছেন দেশ-বিদেশের প্রখ্যাত ব্যক্তি, ফুল, পাখি, প্রাণী, প্রকৃতি। সেই ছবি বিক্রি করে চেষ্টা চলছে পরিবারে স্বচ্ছলতা আনার। আজকের যুব তরঙ্গ অনুষ্ঠানে শুনবো এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবনের গল্প । আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে । ভালো লাগলে শেয়ার করুন অন্যদের সাথে ।

Add new comment

9 + 1 =