মহিলা অঙ্গন অনুষ্ঠান

দেশের জন্য প্রাণ দিয়েছিলেন স্বামী, সেনায় যোগ দিয়ে সেই ভালবাসার মর্যাদা দিলেন স্ত্রী। পুলওয়ামায় জঙ্গি হানায় কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। ‌সেই ভারতীয় সেনা মেজরের মরদেহের উপর স্ত্রীর বুক ফাটা কান্না দেখেছিল গোটা দেশ। পুলওয়ামায় শহিদ মেজর বিভূতিশঙ্কর ধৌন্ডিয়ালের স্ত্রী নিকিতা কল থেকে ভারতীয় সেনার অফিসার নিকিতা কল হ‌য়ে গ‌ড়ে ওঠার যাত্রা দেখব আজ‌কের ম‌হিলা অঙ্গ‌নের আস‌রে। সমগ্র অনুষ্ঠান‌টি প‌রি‌বেশনায় আপনা‌দের সা‌থে র‌য়ে‌ছি আমি তে‌রেজা রোজা‌রিও।

Add new comment

15 + 1 =