বিনোদন

আজ 'বিনোদনে'র এই আসরে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের, পশ্চিম মেদিনীপুর, বেলদা থেকে RVA - বাংলা বিভাগের শ্রোতাবন্ধু শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য 'র স্ত্রী, শ্রীমতি পিয়ালী ভট্টাচার্য এবং তাদের সুযোগ্যা কন্যা ঐন্দ্রিলা ভট্টাচার্য । আজ তারা আমাদের জন্য পরিবেশন করছেন একটি আধুনিক গান। শিল্পী শ্রীমতি পিয়ালী ভট্টাচার্য এবং ঐন্দ্রিলা ভট্টাচার্য 'র কণ্ঠে গানটি আপনার মনে ভালো লেগে থাকলে অবশ্যই সেই ভালো লাগা আপনারা শিল্পীদের কাছে জানিয়ে দেবেন Like Button এ Click করে এবং নীচে Comment Box এ মতামত জানিয়ে l আর অবশ্যই অনুষ্ঠানটি Share করে নেবেন যাতে আপনার বন্ধুরাও শিল্পীর এই গানটি শুনতে পারেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

3 + 1 =