বিনোদন

 

আজ 'বিনোদনে'র এই আসরে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের, বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে নিয়মিত বেতার ও দূরদর্শন শিল্পী শ্রী কুন্তল চক্রবর্তী। পাঠভবন, বিশ্বভারতীতে গানের অধ্যাপক শ্রী কুন্তল চক্রবর্তী। আজ তিনি আমাদের জন্য পরিবেশন করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'পূজা' পর্যায়ের গান, - ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। শিল্পী কুন্তল চক্রবর্তী'র কণ্ঠে গানটি আপনার মনে ভালো লেগে থাকলে অবশ্যই সেই ভালো লাগা আপনারা শিল্পীর কাছে জানিয়ে দেবেন Like Button এ Click করে এবং নীচে Comment Box এ মতামত জানিয়ে l আর অবশ্যই অনুষ্ঠানটি Share করে নেবেন যাতে আপনার বন্ধুরাও শিল্পীর এই গানটি শুনতে পারেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

14 + 2 =