বন্ধু নির্বাচন আমাদের করণীয় কি? - কিশোর তরঙ্গ অনুষ্ঠান

বন্ধু মানে আত্মার বন্ধন। বন্ধু মানে সতেজ সবুজ মাঠ। বন্ধু মানে সবার সঙ্গে সুখ, দুঃখ সমানভাবে ভাগ করে নেওয়া। বন্ধু মানে অন্যের কষ্ট লাঘব করা। বন্ধু মানে স্বর্থহীন সম্পর্ক। বন্ধুত্বের নানাবিধ সজ্ঞা দেওয়া যায়। যতো বিশ্লেষণই দেই না কেন বন্ধুর উপমা কেবল বন্ধুই হবে।

 

 কিন্তু বন্ধুত্ব গড়ে তোলার আগে বন্ধু নির্বাচন করা খুবই জরুরী। কে বন্ধু হবে, কার সঙ্গে বন্ধুত্ব করা যাবে সেই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। সঠিক বন্ধু নির্বাচন হয় না বলেই ভুল পথে পা বাড়ায় প্রিয় সন্তান। আর বন্ধু নির্বাচনে ভুল হয় বলেই নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা।

 

সন্তান একটু একটু করে বড় হতে থাকে আর বাবা-মায়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। এই দূরত্বের কারণে সন্তান বাইরে তার সঙ্গে ঘটেচলা নেতিবাচক বিষয়গুলো বাবা-মায়ের সঙ্গে বলতে পারে না। বাবা মা বন্ধুসূলভ না হওয়ায় তারা তাদের ভয় পায়। এই ভয়ের কারণে তারা বাইরে বন্ধু খুঁজে বেড়ায়। সেই বন্ধু তার জন্য কতটা বন্ধুত্বের হবে সেটা সে নির্ণয় করতে পারে না। ফলে তারা ভুল পথে পা বাড়ায়।

সন্তান বাড়িতে কি করছে, পড়াশুনা না করে অন্য কাজে যুক্ত হচ্ছে কি না সেটা বন্ধু হয়ে পাশে থেকে খোঁজ নিতে হবে। তাহলে সন্তান বাইরে গিয়ে সঠিক বন্ধু নির্বাচন করতে পারবে। 

সেজন্য বাবা-মাকে সন্তানের সঙ্গে দূরত্ব কমাতে হবে। বন্ধু হয়ে প্রথম সন্তানের সুখ-দুঃখের সাথী হতে হবে।

তাই আসুন কিশোর তরঙ্গ অনুষ্ঠানে  জেনে আসি সঠিক বন্ধু নির্বাচন করা আমাদের কেন দরকার আর বন্ধু নির্বাচন আমাদের করণীয় কি।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/

 #rvapastoralcare  

#RadioVeritasAsia

 #RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

1 + 0 =