Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
নার্স দিবসে সিস্টার মেরী নিবেদিতা এসএমআরএ সাক্ষাৎকার
১২ মে আন্তর্জাতিক নার্স দিবস
১৯৬৫ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এই দিবসটি ১৯৭৪ সাল থেকে সরকারী ও বেসরকারি ভাবে পালিত হচ্ছে।
ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।
করোনা মোকাবিলায় বাংলাদেশে ২৪ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন এবং ২৮০০ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জন রেজিস্ট্রার্ড নার্স প্রয়োজন। কিন্তু বাংলাদেশে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা কম।
একজন নার্স কি ভাবে সেবা কাজে নিজের জীবন উৎসর্গ করে চলুন যেনে আসি সিস্টার মেরী নিবেদিতা এসএমআরএ এর কাছ থেকে। যিনি সিস্টার হয়েও নার্সিং পেশা বেছে নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
#rvapastoralcare
#RadioVeritasAsia
#RVA_BengaliService
#Banideepti
#Ripon_tolentino
Add new comment