দরিদ্রতাকে জয় করে ডাক্তার হবার স্বপ্ন মেধাবি আব্দুর রহিম এর । যুব তরঙ্গ অনুষ্ঠান

আব্দুর রহিম যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। বাবা পেশায় রিক্সা চালক । গত ১০ বছর ধরে তিনি ঢাকা শহরে রিকশা চালিয়ে সংসারের খরচ বহন করেছেন। পাশাপাশি সন্তানদের পড়ার খরচও চালিয়েছেন। 

 

গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে ভর্তি হন একই এলাকার নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে ২০১৮ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন আব্দুর রহিম ।

 

পিতা আব্দুল হালিম বিশ্বাস রহিমকে ঢাকার বিজিবির সদর দফতরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি করেন। উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ পান  রহিম। এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ৭২৪তম স্থান অধিকার করেছেন।

 

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে খুশি আব্দুর রহিম। পিতা আব্দুল হালিম বিশ্বাস ঢাকায় রিকশা চালিয়েই ছেলের মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচের ব্যবস্থা করার কথা চিন্তা করেন ।

কিন্তু করোনার কারণে ঢাকা থেকে বাড়ি ফিরে আসতে হয়েছে। তাই রহিমের মেডিকেল কলেজে লেখা-পড়ার খরচ নিয়ে শঙ্কায় আছেন পরিবারটি ।

Add new comment

3 + 2 =