কিশোর তরঙ্গ অনুষ্ঠান

অতিমারি আবহে ভারতে ডিটিপি-র প্রথম টিকা পায়নি প্রায় ৩০ লাখ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা জানাচ্ছে, গত বছর অর্থাৎ ২০২০ সালে ভারতের তিরিশ লক্ষেরও বেশি শিশু ডিটিপি-১ প্রতিষেধকের প্রথম ডোজ় পায়নি। গোটা বিশ্বে ডিটিপি-১ না পাওয়া শিশুর সংখ্যাবৃদ্ধির হারে ভারতই এক নম্বরে। আপনার বাড়ির শিশুটির সমস্ত রকম টিকাকরণ করা হয়েছে কি। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে, যত তাড়াতাড়ি সম্ভব তা দেওয়ার ব্যবস্থা করুন।

Add new comment

1 + 4 =