কিশোর তরঙ্গ অনুষ্ঠান

কিশোর তরঙ্গ অনুষ্ঠান।

 

আজকের কিশোর তরঙ্গ অনুষ্ঠানে জানবো শিশুদের সাথে মা-বাবার সম্পর্ক কেমন হওয়া উচিৎ ।

 

একটি শিশু জন্ম নেয় পরিবারেই আর তাই পরিবারই হয়ে ওঠে শিশুটির সবচেয়ে আপন ভুবন। প্রথম শিক্ষা লাভের জায়গা। পরিবারের সদস্যরাই হয়ে ওঠে শিশুর সবচেয়ে আপনজন। পাশাপাশি বলা যায় শিশুর প্রথম ও সবচেয়ে বড় শিক্ষকও হন শিশুটির বাবা-মা। শুভ্র-সুন্দর ও নরম হয় শিশুদের মন।

আর খুব স্বাভাবিকভাবেই শিশুরা খুব অণুকরণ প্রিয়ও হয়ে থাকে। সেইসাথে প্রিয়জনদের কাছ থেকে শেখা বিষয়গুলো তারা মনেও রাখে বেশি। এজন্য বাবা-মাকেই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে তাদের শিশুটির প্রতি আচরণের ক্ষেত্রে।

 

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট । https://bengali.rvasia.org/

 

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

11 + 1 =