কিশোর তরঙ্গ অনুষ্ঠান

জোহরার পরিচিতি লাভ হয়েছে ক্ষুদে ক্রীড়াবিদ হিসেবেও। পুরোনাম মোছা. জোহরা খাতুন।

চা বিক্রেতা দরিদ্র পিতা মাতা জোমের আলী ও রওশন আরার এক ছেলে এক মেয়ের মধ্যে ছোট সন্তান সে।

ছোটবেলা থেকেই দুরন্ত জোহরা পড়াশোনার চেয়েও বেশি মগ্ন থাকতো খেলাধুলায়।

ফলে জীবনের অল্প সময়েই অর্জিত হয় ৩৩টি কৃতিত্ব সনদ ছাড়াও বহু সংখ্যক মেডেল ও ক্রেস্ট।

Add new comment

6 + 6 =