কিশোর তরঙ্গ অনুষ্ঠান

বাংলার প্রকৃতিতে রূপের পসরা সাজিয়ে ঋতুর পরে ঋতু আসে। কখনো শীতের হিম হিম পরশ আর কুয়াশার চাদরে ঢাকা থেকে চারদিক। কখনো চৈতালি-বৈশাখি রোদ, আর ঝিঁ ঝিঁ পোকার গুঞ্জনে মুখরিত হয় সারাবেলা। কখনো আবার কাশফুলের শুভ্রতার সাথে একাকার হয়ে মিশে থাকে শরতের সাদা মেঘ। আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির নাচন নাচাতে নাচাতে আসে বর্ষা। বর্ষায় বাংলার প্রকৃতি পায় নতুন মাত্রা। জরাজীর্ণ গ্রীষ্মক্লান্ত এ দেশের প্রকৃতিকে বর্ষা তার আপন পবিত্র জলে স্নান করিয়ে সিক্ত করে তোলে। জলরঙে রাঙিয়ে দেয় ধরণী। আসুন আজকের কিশোর-তরুণদের আসলে ছোট ছোট কচিকাঁচাদের কন্ঠে একটি বর্ষা ঋতুর গান শুনবো। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। শিশু শিল্পীদের উৎসাহ দানের জন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকবো।

Add new comment

4 + 3 =