করোনাকালে ছোট্ট রূপকথার সৃষ্টিশীলতা- কিশোর তরঙ্গ অনুষ্ঠান

করোনা মহামারী অন্যান্য দেশের মতো আঘাত হানলো বাংলাদেশেও। শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে ১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। শুরু হয় দুর্যোগে ভরা এক নতুন জীবন।

 

করোনাভাইরাসের এই ঘরবন্দি সময়ে প্রকৃতির কাছাকাছি থাকার ইচ্ছা থেকেই শুরু হয় ছোট্ট রূপকথার  গাছ লাগানো। মায়ের সাহায্য নিয়ে প্রথমে পনেরটা গাছ দিয়ে শুরু হয় এই ছাদ বাগান।

 

ছোট্ট রূপকথার বললো “করোনায় ঘরবন্দি সময়টা ভালো লাগছিল না। তাই মাকে বলেছিলাম কিছু গাছ লাগাতে চাই। গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই আমি গাছ লাগানো শুরু করি।”

 

“যখন দেখলাম গাছের পরিচর্যা ঠিকমত করতে পারছি, গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে তখন আমি আরও গাছ লাগানো শুরু করি।”

ঘরে বন্দী মানেই যে মনে বন্দী নয় সিদ্ধেশ্বরী কনিফার টাওয়ারের বাসিন্দা ছোট্ট রূপকথা তার সৃষ্টিশীল ভাবনা আর কাজ দিয়ে করোনাকালীন দুর্যোগে গত দেড় বছরে তা ভুল প্রমাণ করলো। তাই আজকের কিশোর তরঙ্গ অনুষ্ঠান দেখে আশা করি অনেক ছেলে-মেয়েরা যেমন গাছ লাগাতে উৎসাহিত হবে তেমনি পিতামাতারাও সন্তানদের সহযোগিতা করবেন।

 

আজকের কিশোর তরঙ্গ অনুষ্ঠানটি ভালো লাগলে  সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো ।

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

 #Ripon_tolentino

Add new comment

14 + 3 =