"আমি তোমাদের সাথে আছি"

"আমি তোমাদের সাথে আছি" মথি রচিত মঙ্গল সমাচার ঈশ্বর বলছেন যে তিনি আমাদের সাথে আছেন, একইভাবে আমাদের মন্ডলীর পুণ্য পিতা মহামান্য পোপ ফ্রান্সিস বলছেন যে, তিনি সারা বিশ্বের যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা রয়েছেন তাদের সাথে আছেন। অনেক পরিবারে এখনো পিতা-মাতারা বয়স কালে অবহেলিত হয়ে পড়েন তাই, জাতির উদ্দেশ্যে পুণ্য পিতা তাদের প্রতি তার ভালোবাসা এবং আশ্বাস প্রদান করেছেন। আমরাও যাতে আমাদের পরিবারে বয়স্ক যারা রয়েছে তাদের যত্ন ভালোবাসা দায়িত্ব এবং কৃতজ্ঞতা স্বীকার করতে পারি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আজকের দিনটি সেই সমস্ত বয়স্ক- বয়স্কদের জন্য নিবেদন করলেন যা "ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস ডে" হিসেবে পালন করছে সারা বিশ্বের খ্রীষ্ট মন্ডলী। আসুন আমরাও আমাদের বাড়ির দাদু, দিদা, ঠাম্মা, দাদাভাই যারা আছেন, তাদেরকে আরো ভালোবাসা আর যত্ন দেওয়ার মধ্যে দিয়ে বলতে পারি যে, আমরা তোমাদের সাথে আছে।

Add new comment

4 + 2 =