Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
এই মুহূর্তে মানব জাতি যেন ঝড়ের কবলে পড়া নৌকায়: বিশপ শরৎ
করোনাভাইরাসের মহামারীর কারণে দেশের সকল গির্জা বন্ধ। গতকাল ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস কাথিড্রালে স্বল্প পরিসরে পবিত্র খ্রিষ্টযাগ উৎর্স করেন কয়েকজন বিশপ ও ফাদার। সেটি সাপ্তাহিক প্রতিবেশীর ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হয়। উপদেশ বাণীতে বিশপ শরৎ বলেন, ‘খ্রিস্টেতে প্রিয়জনেরা, পুণ্য পিতা পোপ ফ্রান্সিস গত শুক্রবার বলেছেন, শিষ্যরা সাগর পাড়ি দিতে গিয়ে প্রচণ্ড ঝড়ে পড়ে দিশেহারা ও ভীত হয়ে পড়ে। তাদের সামনে যেন মৃত্যু হাত ছানি দিচ্ছে। অন্যদিকে যিশু ঘুমাচ্ছেন। উদ্বিগ্ন হয়ে শিষ্যরা যিশুকে বললেন, ‘গুরু আমরা যে মরতে বসেছি’। যিশু উঠে এক ধমকে ঝড়টা থামালেন। তিনি শিষ্যদের বললেন, এত ভয় কিসের? কেন এত অল্প বিশ্বাস তোমাদের? এত আশ্চর্য কাজ দেখেও ঈশ্বরের শক্তির ওপর বিশ্বাস থাকে না কেন?’
ঢাকার সহকারী বিশপ শরৎ আরো বলেন, করোনাভাইরাসের কবলে আক্রান্ত এই মুহূর্তে মানব জাতি যেন এক নৌকয়। ঝড়ের বেগে মানব জাতির ওপর তা যেন আছড়ে পড়ছে। শিষ্যেদের মতো আমরাও দিশেহারা, ভীত। আমরা যেন মৃত্যুর হাতছানি দেখছি।। সকলেই ঈশ্বরকে ডাকছি। আমরাও যেন বলছি, প্রভু আমরা যে মরতে বসেছি। কিন্তু যিশু আমাদের অভয় দিয়ে বলেছেন, এত ভয় কীসের? কেন এত অল্প বিশ্বাস তোমাদের? আমি তোমাদের মাঝে তোমাদের সাথেই আছি। আমার ওপর বিশ্বাস রাখ।
বিশপ উপদেশে উল্লেখ করেন, মার্থাকে যিশু যেভাবে বলেছেন, বিশ্বাস থাকলে তুমি ঈশ্বরের শক্তি ও মহিমা দেখতে পাবে। লাজারের মৃত্যুতে যিশু বিচলিত হয়েছিলেন। তিনি কেঁদেছেন। আমাদের বর্তমান বাস্তবতায় যিশু কী কাঁদছেন না? এ যেন বিশ্বাসেরই এক পরীক্ষা। ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রাখার এক চ্যালেঞ্জ।
বিশপ উপদেশে প্রশ্ন রাখেন, ঈশ্বর নিরাময়কারী। তিনি সকল শক্তির আধার। মন্দ শক্তি তাঁকে ভয় পায়। এমনকি প্রকৃতিও তাঁর কথা মানে ও পালন করে। আমরা মানুষ কী তাঁর কথা মানি? তাঁর ওপর আস্থা রাখি? ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস কতটুকু? এই করোনার সংকটময় মুহূর্তে আমরা কী যীশুর ওপর বিশ্বাস রেখে পথ চলতে পারছি? আমরা কী বিশ্বাসে মৃত? আমরা কী করোনাভাইরাসের কারণে অনেক ভীত? এই মুহূর্তে আমরা উপলদ্ধি করি, যিশু আমার, আপনার, গোটা মানব জাতির সামনে দাঁড়িয়ে আছেন, আমাকে-আপনাকে বলছেন, ‘ভয় পেয়ো না’। অবিশ্বাসের গুহা বা কবর থেকে বেড়িয়ে এসো। আমার বাণীর ওপর বিশ্বাস রাখ। আমাতে পূর্ণ আস্থা রেখে জীবন যাপন কর। আমি তোমাদেরকে রক্ষা করবো।
উপদেশের শেষে বিশপ শরৎ বলেন, ‘আসুন ভাই-বোনেরা, আমরা বিশ্বাসে বেড়ে উঠি। নিজেকে, গোটা মানব জাতিকে নিরাময়কারী প্রভু যিশুর চরণে রাখি। তিনি যেন বর্তমান সংকট থেকে আমাদের সকলকে রক্ষা করেন। সকলকে নিরাপদে ও সুস্থ রাখেন।’
Add new comment