বিশেষ অনুষ্ঠান- বিজয়ের আনন্দ

বিজয়ের আনন্দ সব আনন্দ থেকে আলাদা। আর তা যদি হয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার বিজয়, তবে সেই আনন্দ গৌরবের। আমরা সেই সৌভাগ্যবান জাতি যাদের আছে বিজয়ের আনন্দে উল্লাস করার মত একটি দিন। ১৬ই ডিসেম্বর সাধারণ কোনো দিন নয়। এই দিনে প্রথম শেকল ভেঙে উড়েছিল বাঙালি জাতির মুক্তির পতাকা। যুগের পর যুগ বাংঙ্গালী জাতি এই আনন্দ বুকে নিয়ে পথ চলুক।

Add new comment

5 + 2 =