ভক্তি গীতি: আগমকালের গান

বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী শোন, শোন, শোন -- শোন তাঁর আগমনী।। অমানিশা রবে না, দূর হবে হতাশা ব্যকুল চিত্ত হবেরে শান্ত, পূর্ণ হবে আশা।। পড়েছে সাড়া বনে সকল প্রাণে প্রাণে। বিশ্বভুবন ভরেছে তাঁরি গানে গানে।। কথা - ফা: জের্ভাস রোজারিও। সুর - ফা: প্যাট্রিক গমেজ পরিবেশনায় : বাণীদীপ্তি

Add new comment

4 + 13 =