ভক্তি গীতি: একটি ধর্মীয় গান

আমরা আছি বিপুল আশায় আসিবেন মহা রাজা মহা মহিমায় আমরা আছি বিপুল আশায় অন্ধকারে আসিবে জ্যোতি নিশির পরে প্রভাত বাতি অন্ধকারে আসিবে জ্যোতি নিশির পরে প্রভাত বাতি সকল প্রাণে উঠিবে জেগে তাহারই বন্ধনায় আমরা আছি বিপুল আশায় আনিবেন তিনি মুক্তির বাণী পঙ্কিলতা আঘাতহানী আনিবেন তিনি মুক্তির বাণী পঙ্কিলতা আঘাতহানী পাপের দেশে আসিবে ভালো তুষার ও শুভ্রতায় আমরা আছি বিপুল আশায় আসিবেন মহা রাজা মহা মহিমায় আমরা আছি বিপুল আশায়া

Add new comment

6 + 4 =