চেতনা

চেতনা Chetana (গলায় কাঁটা)

মাছ খেতে গেলে যে-কোনও বয়সেই গলায় কাঁটা আটকাতে পারে l সামান্য অসতর্কতার ফলে অসামান্য বিড়ম্বনার সৃষ্টি হতে পারে l এইরকম অবস্থা ঘটলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মানুষ ভীষণভাবে ভয় পেয়ে যায় l ভাবে বোধহয় প্রাণ সংশয় ঘটতে পারে। প্রয়োগ করতে থাকেন নানা ঘরোয়া টোটকা বা উপায় যাতে ওই মাছের কাঁটা সরে যায় বা নেমে যায়। মুক্তি পাওয়ার জন্য ওষুধের খোঁজ পড়ে যায় এবং তা প্রয়োগ ও করা হয় l

সত্যি কি এইভাবে কোনো উপসম হয়? কিভাবে মুক্তি পাওয়া যায় এই গলায় কাঁটা বিধেঁ যাওয়া অবস্থা থেকে? আর গলায় কাঁটা আটকে গেলে কি প্রাণ সংশয়ের কোনও অবস্থা কি আমাদের হতে পারে? এইরকম নানা প্রশ্ন আমাদের মনে আসে l আজ আসুন চেতনার এই আসরে এই অতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জানা যাক l

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন l আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন l

Please Like, Comment and Share this Program for others to view. 

#Rvapastoralcare #RadioVeritasAsia #RVA_Bengali_Service #Chitrabani #Banideepti #Atanu_Das #Chetana #চিত্রবাণী #চেতনা #হঠাৎ_বিপত্তি #হঠাৎ_বিপদ #Sudden_Hazards #মাছ #মাছের_কাঁটা #FishBone

Add new comment

10 + 3 =