পোপ ফ্রান্সিস বলেন; তোমরা নির্যাতন ও হিংস্রতাকে ভয় করো না

পোপ ফ্রান্সিস বলেন তোমর শত্রুতা, হিংস্রতা বা নির্যাতনকে নয় বরং পাপকে ভয় পেতে খ্রীষ্টিয়ানদের উৎসাহ দেন যা মঙ্গলসমাচার সহভাগিতার সময় তাদেরকে এগুলোর মুখোমুখী  হতে হয়।

রবিবার সাধু পিতরের জানালা থেকে পোপ ফ্রান্সিস বলেন, যীশু তার সময়কার ও বর্তমান শিষ্যদের এই উপদেশ দেন- “যারা তোমাদের শরীরটাকে মেরে ফেলতে পারে কিন্তু তোমাদের আত্মাকে মারতে পারে না তাদেরকে ভয় করো না।”

যীশু যে তাঁর শিষ্যদের পরামর্শ দিয়েছিলেন, তোমরা ভয় করো না”, এই বাণীর আলোকে তিনি বলেন, যারা তাদের ঔদ্ধত্য বা স্পর্ধা ও হিংস্রতা দ্বারা তোমাদের বাণী প্রচারের চেতনাকে ধ্বংস করতে চায় তাদেরকে ভয় করো না তোমরা।”

Add new comment

9 + 8 =