পোপ ফ্রান্সিস বলেন, ধরিত্রীর জয়ন্তী : নতুন ছন্দ, নতুন আশা

পোপ ফ্রান্সিস বলেন, “আমাদের অভিন্ন বসতবাটিকে রক্ষা করার জন্য জরুরি চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে গোটা মানব-পরিবারকে একত্রিত করার চিন্তাভাবনা, যাতে টেকসই ও সম্পূরিত উন্নয়ন সাধিত হয়, কেননা আমরা জানি যে, পরিবর্তন সম্ভব” (লাউদাতো সি-১৩)। 

পোপ ফ্রান্সিস বলেন, “আমাদের প্রিয় গ্রহটির ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে নতুন ক’রে একটি সংলাপের প্রয়োজন অনুভব করছি যে-সংলাপে সকলেই অংশগ্রহণ করতে পারে, কেননা পরিবেশগত যে চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে সেই চ্যালেঞ্জ, এবং তাঁর মানবিক কারণসমূহ আমাদের সকলকেই ভাবিয়ে তুলছে এবং আমরা সবাই ভুক্তভোগী”। 

আমরা একটু চিন্তা করি ও অন্তরে উপলব্ধি করি- সৃষ্টির আর্তনাদ আমাকে কি বলছে? আমাদের পরবর্তী প্রজন্মের নিকট অর্থাৎ আমাদের যেসব সন্তান এখন বেড়ে উঠছে তাদের জন্য আমরা কেমন  ধরিত্রী  রেখে যেতে চাই? আমি কি কি পদক্ষেপ নিয়ে ভঙ্গুর পরিবেশে নতুন ছন্দ, নতুন আশা অনুসন্ধান করছি বা করতে পারি?

আসুন,  বিগত বছরের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই উপলক্ষটি যথাযথ মর্যাদা নিয়ে পালন করি এবং নিজেদের বিশ্বাসের গভীরতার অভিব্যক্তি হিসাবে আমাদের অভিন্ন বসতবাটির যত্ন ও সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করি।

Add new comment

5 + 15 =