চেতনা : ঘাম নিয়ে দুশ্চিন্তা

আমরা সবাই ঘামি। ঘাম নিয়ে দুশ্চিন্তা বাড়ে গরমকালে বিশেষ করে বর্ষাকালে l গুমোট আবহাওয়ায় ঘাম বসে গিয়ে কষ্ট আরো বাড়ে l ঘাম তো হয়; কিন্তু এই ঘাম কি জিনিস? ঘামের উপাদান কি? অতিরিক্ত অনেকেই ঘেমে থাকেন l এ কি তাহলে তার ক্ষেত্রে, কোনও অসুখ? ঘামের অস্বস্তি এড়ানো যায় কি ভাবে? আবার বেশি ঘাম মানেই ঘামাচি। আসুন আজ এই চেতনার আসরে জেনে নেওয়া যাক এই ঘামের অস্বস্তি থেকে আমরা মুক্তি লাভের জন্য কি করতে পারি l বন্ধুরা এই অনুষ্ঠানটি শুনে যদি মনে হয় যে এটি একটি উপকারী অনুষ্ঠান এবং তথ্যগুলো জানতে পেরে আপনি উপকৃত হলেন তাহলে নিচে Comment Box এ আপনার মতামত লিখে জানাবেন l

আর এই ব্যাপারে আপনার নিজের কোনও অভিজ্ঞতা থাকলে তা তো অবশ্যই নিচে Comment Box এ লিখে দেবেন l Like দেবেন ও Share করে দেবেন আপনার Time-line এ যাতে অন্য বন্ধুরা ও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পায় l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

5 + 3 =