Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
“করোনা কালীন সংকটে আশা জাগা নিয়ে একটি উপস্থাপনা”
Monday, August 10, 2020
করোনাভাইরাস -২০১৯ (কোভিড-১৯) মহামারী সমস্ত পৃথিবীতে, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। আজ এই পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলায় কোন কার্যকর টীকা বা চিকিৎসা আবিস্কৃত হয়নি, আর খুব দ্রুত যে পাওয়া যাবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না । তাই এই রোগ বিস্তার রোধে- সবাই কে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। এর ফলশ্রুতিতে, বিশ্বব্যাপী অনেক মানুষ সংকটময় জীবন যাপন করছে। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্ঠা “করোনা কালীন সংকটে আশা জাগা নিয়ে একটি উপস্থাপনা”।
Add new comment