আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ, জানি কভু নিভবে না।- ভক্তিগীতির আসর

আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ, জানি কভু নিভবে না।

আমি সাজিয়ে রেখেছি ফুলের মালা, জানি কভু ছিঁড়বে না।

আমি সন্ধ্যাবেলা ধূপ জ্বালিয়ে করি পূজা অর্চনা।

আমি সকালবেলা ভৈরবী সুরে করি তব বন্দনা।।

জীবনের প্রতিক্ষণে, প্রভু, তোমারি প্রতীক্ষায়

সাজিয়ে রেখেছি নিজেকে আমি আমারি আঙিনায়।

তবু জীবন যখন শেষ হয়ে যাবে রইবে না কোন চিহ্ন

আমি জানবো তখনো রয়েছি পাশে তোমারই প্রেমের জন্য।।

 

 

আজকের ভক্তিগীতি অনুষ্ঠানে আমরা সিস্টার মিতা গ্লেরিয়া রোজারিও, এসএসএমআই এর কণ্ঠে একটি গান শুনবো।

Add new comment

5 + 1 =