এই করোনাকালে অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ

মহামারি করোনার কারণে বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। লকডাউন শিথিল করার এমন সিদ্ধান্তের জন্য পোপ ফ্রান্সিস বলেছেন, এই সময়ে অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ।

ইতালির লকডাউন শেষ হওয়ায়, গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো পোপ ফান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজ বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ কথা বলেন।  

এ সময় পোপ ফান্সিস বলেন, মানুষকে সুস্থ করে তুলুন। অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগনই কর্মশক্তির আঁতুর ঘর। অর্থনীতি নয়।

পোপের এই বাণী হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে। এই বাণীর সময় সেন্ট পিটার্স স্কয়ারে করতালিতে মুখরিত হয়ে ওঠে। পোপের ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে সেন্ট পিটার্স স্কয়ায়ে এসেছিলেন। তিন মাস পর, গত সোমবার, এ স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ মিলিত হন পোপের বাণী শুনার জন্য।

Add new comment

3 + 4 =