চেতনা : করোনাকে সঙ্গী করে বাঁচা

দীর্ঘ লকডাউনের পরে ধীরে ধীরে সব খুলছে l ফের রাস্তায় মানুষের ভিড় l মনে রাখতে হবে, করোনা মোটেই বিদায় নেয়নি l অনির্দিষ্টকাল লকডাউন চালানো ও সম্ভব নয় l এই জটিল পরিস্থিতিতে করোনাকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে l কিন্তু তা কিভাবে? আজ আসুন এই চেতনা অনুষ্ঠানে আমরা কিছুটা সেই ব্যাপারগুলো জানার চেষ্টা করি l বন্ধুরা, এই সব কথা ও প্রশ্নের উত্তর যদি পেতে চান তাহলে আপনাকে শুনতে হবে এই চেতনার আসরটি l আর এই অনুষ্ঠানটি দেখার পর ভালো লাগলে অবশ্যই Like, Share করবেন এবং Comment Box এ মতামত জানিয়ে মানসিক ভাবে পাশে থাকবেন। আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

3 + 13 =