পবিত্র বাইবেল হতে পাঠ

যার যা দা‌য়িত্ব, সে তা বিনম্র ভা‌বেই  পালন করুক। পর‌মেশ্বর আমা‌কে যে আধ্যা‌ত্নিক দা‌য়িত্ব দি‌য়ে‌ছেন, সেই  দায়ি‌ত্বের কথা ম‌নে ক‌রি‌য়ে দি‌য়ে তোমা‌দের প্র‌ত্যেক‌কেই  বল‌ছি: নি‌জের সম্ব‌ন্ধে যেমন ধারণা থাকা উ‌চিত, তার চে‌য়ে উঁচু ধারণা পোষণ ক'‌রো না; বরং তোমা‌দের অন্ত‌রে পর‌মেশ্বর যা‌কে যেমন খ্রীষ্ট‌বিশ্বাস দি‌য়ে‌ছেন, তোমরা সেই  ম‌তোই নি‌জেদের সম্ব‌ন্ধে সমীচীন ধারণাই  পোষণ কর! কারণ আমা‌দের এই  এক দে‌হে যেমন অনেকগু‌লি অঙ্গপ্রতঙ্গ আছে এবং সকল অঙ্গের কাজ যেমন এক নয়, আমরাও তেম‌নি অনেক হ‌য়েও খ্রী‌ষ্টের স‌ঙ্গে মিলনাবদ্ধ ব‌লেই  এক‌দেহ, এবং ব্য‌ক্তিগত সম্প‌র্কে আমরা পরস্প‌রের অঙ্গপ্রতঙ্গ। আমা‌দের প্র‌ত্যে‌কের প্র‌তি পর‌মেশ্ব‌রের স্বতন্র অনুগ্রহ অনুসা‌রে আমরা প্র‌ত্যে‌কে ভিন্ন ভিন্ন আধ্য‌ত্মিক শ‌ক্তির অধিকারী। কা‌জেই  যার প্রাব‌ক্তিক বাণী ঘোষণা করার শ‌ক্তি আছে, সে তা প্র‌য়োগ করুক তার বিশ্বাস  বো‌ধের গভীরতা অনুসা‌রে; যার আছে সেবাক‌র্মের শ‌ক্তি, সে তা সেবাক‌র্মই  প্র‌য়োগ করুক; ধর্ম‌শিক্ষক ধর্ম‌শিক্ষার কাজই  করুক; উপ‌দেষ্টা উপ‌দেশদা‌নেরই  কাজ করুক; সাহায্যদাতা উদার ভা‌বেই  সাহায্য করুক; কতৃর্ত্ব যার হা‌তে, সে সয‌ত্নেই  কতৃর্ত্ব করুক; দয়াদা‌ক্ষিণ্য যে ক‌রে, সে আন‌ন্দের স‌ঙ্গেই  তা করুক।(রোমীয় ১২:৩ থে‌কে ৮ পদ)

Add new comment

5 + 11 =