ধাধার চর

গাজী পুর জেলার শ্রীপুর উপজেলার সাত আট কি মি: পূর্ব দিক দিয়ে দক্ষিণ মূখী হয়ে কাপাসিয়া উপজেলা শহরের মধ্যে দিয়ে কালিগন্জ   সিদ্ধির গন্জ হয়ে ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে। এখানে রয়েছে নৌকা আকৃতির এক বিশাল চর।, নাম ধাধার চর। আনুমানিক দুইশ বছর আগে  এই চর জেগে  উঠেছে। স্থানীয়রা একে মাঝের চর ও বলে থাকেন। স্থানীয় লোকেরা এই চরটিকে দেখে  ধাধায় পরে  য়ায়। তাই এই চরটিকে ধাধার চর বলে। চরের মাটি খুবই উবর্র। এখানে রোপন করলে সব ধরনের ফসল  উৎপাদন হয়ে থাকে। এক সময়  এই চরে প্রচুর আখ হতো। এখন  আলু চাষ হয়ে থাকে। বিকেলে চরটি দেখতে মনোরম। হিন্দু সম্প্রদায়ের লোকজন অষ্টমী তিথিতে  এ ঘাটে পূন্য স্নান করেন। এটি চলে  আসছে সেই ভাওয়াল রাজার আমল থাকে এবং তা এখনো চলছে।

Add new comment

1 + 2 =