Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাংলাদেশের একটি ছোট্র নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্র দ্বীপ। এটি নোয়াখালী জেলার অর্ন্তগত। ২০০১ খ্রীঃ ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোসনা করেন। এ চরে প্রচুর ইচা মাছ(স্থানীয় নাম চিংড়ী) পাওয়া যেত। তাই একে ইছামতির চর ও বলা হত। ১৯৫০ খ্রীষ্টাব্দের দিকে জন বসতি গড়ে উঠে। ১৯৭০ এর ভয়াবহ ঘূণিঝড়ের পর তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা অামিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে, কোন প্রাণের অস্তিত্ব নেই। তাই তিনি অাক্ষেপের সুরে বলেছিলেন, হায় নিঝুম? সেখান থেকে দ্বীপটির নাম হয় নিঝুম দ্বীপ। বাংলাদেশের বন বিভাগ ৭০এর দশকে বন বিভাগের কার্য ক্রম শুরু করে। প্রথম পরীক্ষা মূলক ভাবে চার জোড়া হরিণ ছাড়ে। ১৯৯৬খ্রীঃ হরিণ শুমারী অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম বনকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ম্যানগ্রোভ অনেকে দাবী করেন। নিঝুম দ্বীপে রয়েছে প্রায় ৩৫ প্রজাতির পাখি। এ ছাড়া শীতের মৌসুমে অজস্র প্রজাতির অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয় নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপে বিশাল এলাকা পলি মাটির চর। জোয়ারের পানিতে ডুবে এবং ভাটা পড়লে শুকোয়। এই স্থান গুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বসবাস। বষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। নিঝুম দ্বীপে রয়েছে ৪৩ প্রজাতির লতা গুল্ম এবং ২১ প্রজাতির অন্যান্য গাছ।
Add new comment