প্রিয় যীশু, আমায় তুমি বাসলে কত ভালো

প্রিয় যীশু, আমায় তুমি বাসলে কত ভালো দীপ-শিখা গো জীবনে মোর জ্বালিয়ে দিলে আলো। অন্ধকারে পথের সাথী, অভয় আমর দুর্দিনে সত্যজ্ঞানের উদ্দীপনা দাওগো আমার জীবনে। অপার প্রেমে আমায় তুমি আপন করে নিলে। আমার লাগি ক্রুশের ‘পরে নিঃস্ব তুমি হ’লে। প্রেমিক তুমি, বন্ধু তুমি, দুঃখে আমার সান্ত্বনা। উদার তুমি,সবার প্রিয়, করি তোমায় বন্দনা । শুনে আসি আজকের ভক্তিগীতি অনুষ্ঠানে.. কথা: ফাদার অবনী সরদার গানটি পরিবেশনা করেছে সিস্টার মেরী হিমা এসএমআরএ

Add new comment

8 + 4 =