পবিত্র বাইবেল হতে পাঠ

আসলে  আমরা কেউ নি‌জের জন্যে বেঁ‌চে ও থা‌কি না, কেউ নি‌জের জ‌ন্য‌ে ম‌রেও যাই না। য‌দি বাঁ‌চি, ত‌বে প্রভুর জন্য‌ই বাঁ‌চি; আর য‌দি ম‌রি, তাহ‌লে প্রভুর জন্য‌েই ম‌রি। সুতরাং বাঁ‌চি বা ম‌রি, যে ভা‌বেই  থা‌কিনা কেন, আমরা প্রভুরই। কারণ খ্রীষ্ট এই  জন‌্য‌েই  মৃত্যু বরণ ক‌রে‌ছি‌লেনল  এবং আবার বেঁ‌চেও উ‌ঠে‌ছি‌লেন, যা‌তে তি‌নি মৃত ও জী‌বিত সক‌লেরই প্রভু হ‌তে পা‌রেন। তা হ‌লে তু‌মি তোমার ভাই‌য়ের দোষ তু‌মি ধরছ কেন? আর তু‌মিই  বা তোমার ভাই‌কে অবজ্ঞার চো‌খে দেখছ কেন? ম‌নে রে‌খো, আমাদের সকল‌কেই  এক‌দিন পর‌মেশ্ব‌রের বিচার আসনের সাম‌নে দাঁড়া‌তে হ‌বে। শা‌স্ত্রে তো লেখাই .. .. .. .. প্র‌তি‌টি জিহ্বা পর‌মেশ্ব‌রের বন্দনায় মুখর হ‌বেই!"তাহ‌লে দেখা যা‌চ্ছে, আমাদের প্র‌ত্য‌েককেই একদিন নি‌জের সম্ব‌ন্ধে পর‌মেশ্ব‌রের কাছে হিসাব দি‌তে হ‌বে।

Add new comment

6 + 1 =