কোভিড-১৯, ঘিরে অন্ধ বিশ্বাস

 

‘করোনা ভাইরাস’ যার পোশাকী নাম কোভিড-১৯ বর্তমানে বিশ্বের ত্রাস হয়ে উঠেছে l বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ‘করোনা ভাইরাস’ কে মহামারী আখ্যা দিয়েছে l আর এই ভাইরাসটি কি ভাবে মানুষকে সংক্রমিত করতে পারে তা নিয়ে আশে পাশে কান পাতলেই শোনা যাচ্ছে নানা কথা। কিন্তু তা কি সব সঠিক? আসুন বন্ধুরা, আজ এই ‘চেতনার আসরে’, আমরা জেনে নেই, এই রকম কথাগুলো কতটা যুক্তিপূর্ণ এবং WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিশ্বাস গুলোর সম্বন্ধে তাদের নির্দেশিকাতে ঠিক কি বলেছে l

এই অনুষ্ঠানটি নিজেদের Pageএ ও পরিচিত Group গুলোর Pageএ Share করার মাধ্যমে অন্যদেরও সাহায্য করি কথাগুলো জানাতে l কারণ এই ভাবেই আমরা পারি এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে এক মুক্ত, সুস্থ, সুন্দর পৃথিবী আবার পেতে। আর এই প্রসঙ্গে আপনি আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের এবং সব বন্ধুদের কাছে জানাতে পারেন নীচে Comments Box এ আপনার মনের কথাটি Type করে l

অনুষ্ঠানটি দেখার পরে Like Reaction দিতেও মনে রাখবেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

13 + 0 =