প্রাজ্ঞবচন – শ্রীমদ্ভগবদগীতা’র বাণী

 

জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আছে শ্রীমদ্ভগবদগীতার বাণীগুলিতে। আজকের ব্যস্ততায় আমাদের জীবনে মানাসিক চাপের কোনো ঘাটতি নেই। আর মানসিক চাপের থেকে মুক্তি পাবার জন্য আমরা কাউন্সিলর, ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়েই থাকি। কিন্তু আপনি কি জানেন, যে শ্রীমদ্ভগবদগীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে? যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেইমতো চলতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। বলা হয়, যে গীতার সারাংশ বুঝেছে, সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্ৰীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল। জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। আপনার মনে যত প্রশ্ন আছে, যেগুলির উত্তর না জানি আপনি কতদিন ধরে খুঁজছেন। কিন্তু পাচ্ছেন না। গীতার শ্লোকগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে। - আজ এই গীতার বাণী পাঠ ও ব্যাখা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর শ্রী গৌরমোহন দাস কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে ।

Add new comment

11 + 7 =