পবিত্র বাইবেল পাঠ ও অনুধ্যান

যীশু এবার বললেন : “তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়! ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে; তেমনি আমাতেও বিশ্বাস রাখ ! আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে; যদি না থাকত, তাহলে আমি তোমাদের ব’লেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি; আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আামর নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি, তোমরাও যেন সেখানেই থাকতে পার। আমি এখন যেখানে যাচ্ছি, সেখানে যাবার পথ  তোমাদের তো জানাই আছে।”

তখন টমাস বললেন : “প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন, আমরা তো তা জানিনা;  তাহলে সেখানে যাবার পথটাই বা জানব কেমন ক’রে?” যীশু উত্তর দিলেন : “আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন! আমাকে পথ ক’রে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সতিই জানতে, তাহলে আমার পিতাকেও  তোমরা জানতে। আসলে এখন তোমরা তাঁকে জানই, তোমরা দেখতেই পেয়েছ তাঁকে!”

তখন ফিলিপ বললেন : “প্রভু,পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এ ছাড়া আর কিছুই চাই না আমরা!” যীশু তাকে বললেন : “সে কি! আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেন না ফিলিপ! আমাকে যে দেখেছে, সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে! তাহলে এ কথা তুমি বলছ কী ক’রে যে, ‘পিতাকে একবার দেখিয়ে দিন!’ তুমি কি তাহলে বিশ্বাস করছ না যে, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন?... আমি তোমাদের যা কিছু বলি, তা তো নিজে থেকেই বলি না; বরং আমার পিতা, যিনি আমার মধ্যেই রয়েছেন, তিনিই তাঁর নিজের যত কাজ এই ভাবে ক’রে থাকেন। আমাকে বিশ্বাস কর, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন- আর অন্য কারণে না হোক, অন্তত সেই সমস্ত কাজের জন্যেই তা বিশ্বাস কর!....

আমি তোমাদের সত্যি-সত্যিই বলছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে-সমস্ত কাজ করি, সেও ঠিক তা-ই করবে। এমন কি, তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি।

Add new comment

13 + 2 =