বতর্মান সময়ে টুইটারে পোপ ফ্রান্সিসের বার্তা

বতর্মান সময়ে টুইটার গনসংযোগে মহামান্য পোপ ফ্রান্সিসের এই গুরুত্বপূর্ণ  বার্তাগুলি  আপনাদের কাছে তুলে ধরা হোল। অবশ্যই এগুলি আমাদের আশ্বস্ত করবে, সঠিক পথ দেখাবে।

দান করা বা দানশীলতা খ্রিস্টীয়   জীবনের  নিঃশ্বাস-প্রশ্বাসের সমান।  একজন মানুষ যেমন নিঃশ্বাস-প্রশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারে না ঠিক তেমনি একজন খ্রিস্টান মানুষ দান কর্ম ছাড়া বেঁচে থাকতে পারেনা

Love, following in the footsteps of Christ, in concern and compassion for all, is the highest expression of our faith and hope.

ভালবাসা, খ্রীষ্টের পদক্ষেপ অনুসরণ করে, সবার জন্য উদ্বেগ ও সহানুভূতিতে, আমাদের বিশ্বাস ও প্রত্যাশার সর্বোচ্চ প্রকাশ।

God knows that the only way to save us, to heal us from within, is by loving us. He knows that we become better only by accepting his unfailing love, an unchanging love that changes us.

ঈশ্বর জানেন যে আমাদের কে রক্ষা করা, আমাদের কে আভ্যন্তরীণ ভাবে নিরাময়ের একমাত্র উপায় হলো ভালবাসা। তিনি জানেন যে আমরা কেবল তাঁর অটল ভালবাসা,আমাদের পরিবর্তিত এক অপরিবর্তনীয় প্রেমকে গ্রহণ করেই আরও উন্নত হয়ে উঠি।

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট ।

Add new comment

6 + 0 =