খ্রীষ্টিয় জীবন আদর্শ | তোমরা তো পরমেশ্বরের মনোনীতজন, তাঁর পুণ্য জন; তিনি তোমাদের ভালবাসেন। তোমরা দয়া, মমতা, সহৃদয়তা ,নম্রতা, ও কোমলতার সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তোল। সিষ্টার মারীয়া রোজারিও আর এন ডি এম।
Add new comment