করোনা ভাইরাস প্রতিরোধে রান্নাঘর

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে জোরালো প্রতিরোধ শক্তি তো গড়ে তুলতেই হবে l নানা ধরণের ভাইরাস আর ব্যাকটেরিয়া আমাদের অসুস্থতার মূল কারণ l এই মুহূর্তে করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত l কিন্তু শুধু ভয় পেলে তো চলবে না l লড়াই করে বাঁচতে হবে l আর সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু হোক আমাদের রান্নাঘর থেকে l কী ধরণের খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং করোনা ভাইরাসের মতো জীবাণুর হাত থেকে রেহাই পাওয়া যায় - এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ চেতনার আসরে এই আলোচনা l সেই কথাগুলো জানার ইচ্ছা যদি থাকে, তাহলে বন্ধুরা, চেতনার আজকের এই অনুষ্ঠানটি আপনাদেরকে শুনতেই হবে। *** উল্লেখ্য এই অনুষ্ঠানটির জন্যে বন্ধুরা, আপনারা অনেকই বিশেষ অনুরোধ করেছিলেন l আসুন এই অনুষ্ঠানটি নিজেদের Pageএ ও পরিচিত Group গুলোর Pageএ Share করার মাধ্যমে অন্যদেরও সাহায্য করি কথাগুলো জানাতে l কারণ এই ভাবেই আমরা পারি এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে এক মুক্ত, সুস্থ, সুন্দর পৃথিবী আবার পেতে। আর এই প্রসঙ্গে আপনি আপনার অভিজ্ঞতা, ও মতামত আমাদের এবং সব বন্ধুদের কাছে জানাতে পারেন নীচে Comments Box এ আপনার মনের কথাটি Type করে l অনুষ্ঠানটি দেখার পরে Like Reaction দিতেও মনে রাখবেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

10 + 9 =