পবিত্র বাইবেল হতে পাঠ

প্রভু যীশুকে অনুসরণ করতে হলে আমাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। আজকের পাঠটি নেওয়া হয়েছে মথি রচিত মঙ্গল সমাচার থেকে। পাঠ করছেন শ্রদ্ধেয় ফাদার সৃজন এস. জে. বাংলাদেশ থেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনায় এবং প্রযোজনায় আপনাদের সাথে রয়েছে আমি তেরেজা রোজারিও। প্রভু যীশুর মঙ্গলময় বাণী সকলের কাছে পৌছে দিতে শেয়ার করুন আপনার প্রিয়জন এবং বন্ধুদের কাছে। প্রভুর জয় হোক।

Add new comment

6 + 11 =