Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বাইবেল ধ্যান
প্রিয় শ্রোতাবন্ধুরা আজ বাইবেল পাঠ একটু অন্য উপস্থাপন করার চেষ্টা করলাম যেখানে প্রভুর বাণী ধ্যান করতে আমরা আরও বেশি করে আমরা উৎসাহ পাব। প্রভু যীশু তাঁর অন্তিম বা শেষ ভোজে হাতে একখানা রুটি নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই রুটি ভেঙে টুকরো টুকরো করলেন এবং তাঁর শিষ্যদের তা দিয়ে বললেন 'নাও খাও সকলে এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে ' দ্রাক্ষা রসে ভরা পানপাত্র নিয়ে তিনি তাঁর শিষ্যদের দিয়ে বললেন 'নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র' আরো বললেন 'তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করো' সেই থেকে যাজক বা পুরোহিতগন প্রতিদিন পবিত্র এই খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। যীশুর দেহ ও তার নিজের প্রার্থনা এবং ত্যাগের মাধ্যমে অন্যের মধ্যে যীশুকে ও নিজেকে বিলিয়ে দেন শুধুমাত্র প্রার্থনা এবং কাজের মাধ্যমে। যীশুর ভালোবাসা অন্যের কাছে তুলে ধরেন শুধু বড় বড় কথা নয় বরং এই পবিত্র খ্রীষ্টযাগ তার জীবনে বাস্তবায়িত করেন এবং তা পূর্ণ করে তোলেন সেবার মধ্যদিয়ে। যীশুর দেহ ভাঙা হলো যাতে তা বিলিয়ে দেওয়া যায়, স্বার্থ ত্যাগ ও ভালবাসায় জীবন বিসর্জন দিয়ে অন্যকে আপন করে নেওয়ার মাধ্যমে। যীশু বলেছেন আমার দিনতম ভাইদের জন্য তুমি যা কিছু করেছ, তুমি আমার জন্যই করেছো। আজ এই অনুষ্ঠানটি পরিচালনা ও পরিবেশনায় ফাদার সৌমিত্র মাখাল ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মানিলা, ফিলিপাইনসে থাকাকালীন রেডিও ভেরিতাস এশিয়ার কয়েকজন ফাদার সিস্টার ও প্রযোজকগণ যারা তৃতীয় ট্রেনিং করছিলেন। যারা অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই! নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট । https://bengali.rvasia.org আমাদের এই প্রতিবদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মূল্যবান কমেন্ট দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
Add new comment