রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠান

সাধু মার্ক রচিত মঙ্গলসমাচার থেকে আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানের পাঠ নেওয়া হয়েছে।

 আজ সাধারণকালের ১১শ রবিবার।

আজকের মঙ্গলসমাচারে সরিষা বিজের থাকে তুলনা করা হয়েছে ঐশ্যরাজ্যকে । ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে দিয়েছেন অনন্য সম্ভবনা। যাতে করে আমাদের প্রতিদিনকার কাজ ও ব্যবহারে মধ্য দিয়ে ক্ষুদ্র এই সরিয়া বিজের মত অঙ্কুরিত হয়ে বিস্তার লাভ করতে পারি।

আমাদের জীবনকে ক্ষুদ্র না ভেবে আমাদের সম্ভবনা গুলো কাজে লাগিয়ে হয়ে উঠতে পারি মহৎ ব্যক্তি । তাই আসুন আমাদের জীবন কে সুন্দর করতে প্রতিনিয়ত চেষ্টা করি অন্য কে ভলোবাসতে ও তাদের পাশে দাঁড়াতে ।

 

আজকের বাইবেল পাঠ ও তা সহভাগিতা করছেন  ফাদার অপু স‌লোমন রোজা‌রিও ।

 

আমাদের এই প্রতিবদন যদি আপনাদের ভাল লাগে তবে অবশ্যই শেয়ার, লাইক ও আপনার মূল্যবান কমেন্ট দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট । https://bengali.rvasia.org/

 

 

#rvapastoralcare 

#RadioVeritasAsia

 #RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

 

Add new comment

4 + 1 =