পবিত্র বাইবেল হতে পাঠ

অ‌নেক সময় আমা‌দের জীব‌নের দুঃখকষ্ট আমা‌দের সম্পূর্ণভা‌বে ভে‌ঙ্গে ফে‌লে আবার তা কখন আমা‌দের পুনঃগ‌ঠিত হ‌তে সাহায্য ক‌রে। মা মা‌রিয়াও তাঁর একমাত্র পুত্র‌কে ক্রু‌শের উপর দে‌খে মর্মাহত হ‌য়ে প‌ড়েন। আজ খ্রীষ্টমন্ডলী সেই বেদনারই পর্ব পালন কর‌ছে কারণ সেই দুঃখ খে‌কে আমারাও শ‌ক্তি পাই এবং সেই শ‌ক্তিই আমা‌দের ঈশ্ব‌রের সা‌থে মি‌লিত হ‌তে সাহায্য করে। কারণ মা মা‌রিয়া আমা‌দের দৈন‌ন্দিন দু্ঃখ কষ্টগু‌লি পিতার চর‌ণে নি‌বেদন করেন। আজ‌কের মঙ্গলসমাচার পাঠ করা হ‌চ্ছে যোহন র‌চিত মঙ্গলসমাচার থে‌কে ১৯: ২৫ -২৭ পদ। পাঠ কর‌ছেন শ্রদ্ধেয় ফাদার রা‌জেশ মার‌ডি,‌ কৃষ্ণনগর থে‌কে। সমগ্র অনুষ্ঠান‌টি প‌রি‌বেশনায় আপনা‌দের সা‌থে র‌য়ে‌ছি আমি তে‌রেজা রোজা‌রিও।

Add new comment

3 + 0 =