Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পোপ ফ্রান্সিসের বার্তা-"প্রার্থনা বিষয়টি খুব একটা সহজ কাজ নয়"
পোপ ফ্রান্সিস নিজেই স্বীকার করেছেন যে প্রার্থনা বিষয়টি খুব সহজ নয়।এই ক্ষেত্রে অনেক বাধা আসে। কিন্তু সেই বাধা কাটিয়ে ওঠার সহজ উপায়গুলো তিনি আমাদের জানান। ১৯,২০২১ সি.এন.এন. সূত্রে খবর ।
এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে তিনি তিনটি বিষয় কে চিহ্নিত করেন। ১.ক্ষোভ,২. নীরস প্রাণহীন আধ্যাত্মিকতা ও অলসতা।
সুতরাং প্রার্থনা করার ক্ষেত্রে এই অসুবিধা দূর করতে হলে আগে বিষয় গুলো ভালো করে বুঝতে হবে এবং সেগুলো দূর করার জন্য সচেষ্ট হতে হবে।
২২ শেষ অক্টোবর থেকে তার দ্বিতীয় বুধবার অ্যাপোস্টলিক প্রাসাদের সান ড্যামাসো প্রাঙ্গণে তিনি দর্শকদের কাছে মাইকে কথা বলছিলেন যা সরাসরি অনলাইনে সম্প্রচার
করা হয়।
ওখানে প্রায় ৫০০ জন ভক্ত মন্ডলী মুখে মাস্ক পরে জমায়েত হয়েছিল যাদের মধ্যে একটি শক্তিশালী মেক্সিকান তরুণ তরুণীর দল ছিল। তারা গান গেয়ে পোপ কে অভিবাদন জানিয়েছিল।
প্যানডেমিকের পর সারা বিশ্বের নিরাময়ের লক্ষ্যে যে প্রার্থনা চক্র তিনি শুরু করেছিলেন, এটি ছিল তার ৩৪ তম প্রতিফলন।
লুক:( ২১,৩৪-৩৬) পদ উল্লেখ করে তিনি বলেন , যীশু তাঁর শিষ্যদের সবসময় সজাগ থাকতে বলতেন। আর যারা প্রার্থনা করে তারা নানা বিভ্রান্তির মুখোমুখি ও হয়।
একই ভাবে প্রতিনিয়ত নানা ধরনের চিত্র,মায়া মোহ আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় এমনকি ঘুমের মধ্যে আমাদের আচ্ছন্ন করে রাখে।যা কখনোই ভালো না। এগুলো মনকে অস্থির করে, শুচিতার বিচ্যূতি ঘটায়।
পড়াশোনা,কাজ, খেলাধুলার ক্ষেত্রে ও বাধা সৃষ্টি করে।
একজন খেলোয়াড় ও জানে প্রতিযোগিতায় জয়লাভের জন্য শুধু শারীরিক প্রশিক্ষণ যথেষ্ঠ নয়, বিষয়টিতে একাগ্রতা প্রয়োজন ততটাই।পোপ সকল ক্যাথলিক ভক্তমণডলীর কাছে আবেদন রেখেছেন, প্রায়শই যে বিষয়গুলো আমরা ভুলে যাই , সেটাতেই বিশেষ নজর দিতে।। যীশু তাঁর শিষ্যদের এই বিষয়ে অনুশীলন করতে সব সময় বলতেন।
আমাদের আধ্যাত্মিক শীথিলতার কারণ হিসাবে তিনি প্রার্থনা পদ্ধতির নানা ত্রুটির কথা বলেন। বেশির ভাগ সময় আমরা জানিনা এই শুষ্কতা বা শীথিলতার আসল কারণ কি?
অনেক সময় ঈশ্বর আমাদের অন্ত ও বহির্জীবনে কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের মনকে এতটাই প্রভাবিত করে আর প্রার্থনা করতে বাধা দেয়। এটা খুবই স্বাভাবিক।
কিন্তু পোপ ফ্রান্সিস আমাদের বলেন যত সঙ্কট, দুঃখ-কষ্ট আমাদের জীবনে আসুক না কেন তা যেন আমাদের মনকে ম্লান বা নির্জীব করতে না পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ও সজাগ থাকতে হবে।- শ্রীমতী চন্দনা রোজারীও।
Add new comment