মাধবকুণ্ড জলপ্রপাত - ঢাকার চিঠি

মাধবকুণ্ড জলপ্রপাত - ঢাকার চিঠি

 

মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত।

 

প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।

 

মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।

 

চলুন জেনে আসি আজকে ঢাকার চিঠিতে মাধবকুণ্ড সর্ম্পকে ।

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েভ সাইট ।

 

#rvapastoralcare

#RadioVeritasAsia

#RVA_BengaliService

#Banideepti

#Ripon_tolentino

Add new comment

1 + 10 =